জাতীয় পার্টি

বি-রাজনীতিকরণ প্রক্রিয়াও মাইনাস টু ফর্মুলার মতো ব্যর্থ হবে : চুন্নু

অতীতে মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হয়েছে। এখনও বি-রাজনীতিকরণ করতে যে প্রক্রিয়া চলছে, তাও ব্যর্থ হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রবিবার (৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে অতিরিক্ত মহাসচিবদের সভায় তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, কোনও একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এ কাজে ছাত্রদের একটি অংশকে ব্যবহার করছেযা কোনোভাবে কাম্য নয়।

দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এদিকে সরকারকে জোর দৃষ্টি দেয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির মহাসচিব,  কতিপয় দুষ্কৃতকারী গত ১ নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং ২ নভেম্বর খুলনা অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেছে উল্ল্যেখ করে এসব ঘটনার নিন্দা জানানএকইসঙ্গে এই অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তিনি

 

প্রসঙ্গত সভায় উপস্থিত ছিলেনপার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন