আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নারী-শিশুসহ নিহত ৭৩

ছবি: সংগৃহীত

উত্তর গাজার বেইত লাহিয়া শহরে ইসরাইলি বিমান হামলায় নারী-শিশুসহ ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। 

শনিবার (১৯ অক্টোবর) রাতে ইসরাইলি বিমান থেকে বোমা হামলায় অনেকে আহত হয়েছেন। আবার অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

ইসরাইলের দাবি, তারা হতাহতের সংখ্যা খতিয়ে দেখবে। কারণ হামাস কর্তৃপক্ষ যে তথ্য দিয়েছে তা অতিরিক্ত বলে দাবি করেছে ইসরাইল। তাদের সামরিক বাহিনীর কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের সঙ্গে হামাসের দেয়া তথ্যের মিল নেই বলেও দাবি করা হয়েছে।

ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরাইলি সেনাদের ভয়াবহ বন্দুকযুদ্ধের পর পরই বিমান হামলার ঘটনা ঘটল।

গাজার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার কারণে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগে সমস্যা দেখা দিয়েছে। ফলে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।

হামাস সরকার পরিচালিত মিডিয়া জানিয়েছে, জনবসতি এলাকায় বোমা হামলা চালানো হয়েছে। এতে ৭৩ জন নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি একই সংখ্যা জানিয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

ফিলিস্তিনি নিউজ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় আবাসিক ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

 

ইসরাইলি প্রতিরক্ষা ফোর্স (আইডিএফ) বিবিসিকে জানিয়েছে, তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বেসামরিক নাগরিকদের রক্ষায় তারা যাবতীয় পদক্ষেপ নিবে।

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন