ঢাকা

সাভারের ৮ হত্যা মামলার আসামী 'মামা জাকির' গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে ছাত্র-জনতা নিহত হওয়ার ঘটনায় ৮ হত্যা মামলার আসামী জাকির হোসেন ওরফে 'মামা জাকির'কে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তানভীর মোর্শেদ।

এর আগে গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের কথিত ভাগনে এবং ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। রাজিবের সমস্ত ব্যবসা ও সম্পদ দেখভালের দায়িত্ব ছিল এই জাকিরের কাছে।  গেলো ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পরপরই আত্মগোপনে চলে যান জাকির। এরপর তার বিরুদ্ধে অন্তত ৮টি হত্যা মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তারেত অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তানভীর মোরর্শেদ জানান, গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে।  আজ তাকে থানা থেকে আদালতে প্রেরণ করা হবে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন