জাতীয়

শেখ হাসিনা ইস্যুতে যা জানালেন প্রণয় ভার্মা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র সচিবের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের  সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন

প্রণয় ভার্মা বলেন,  এটি  দুই দেশের সম্পর্ক নিয়ে নিয়মিত বৈঠকের অংশ ছিল। তারা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন

ভ্রমণ ভিসা সম্পর্কে তিনি বলেন, চিকিৎসা ও শিক্ষাকাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু রয়েছে। তবে জনবল কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা। কবে নাগাদ এটি চালু হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি

হাইকমিশনার বলেন,ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেনভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, ফলে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া দরকার।

বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক সভা দ্রুত সময়ের মধ্যে করতে চান বলেও জানান ভারতের এ হাইকমিশনার।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন