শিগগিরই স্বাভাবিক হচ্ছে না ভারতের ট্যুরিস্ট ভিসা: প্রণয় ভার্মা
লোকবল কম হওয়ার কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারত খুব শিগগির ট্যুরিস্ট ভিসা চালু করতে পারছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ভারতের পর্যটন ভিসা কবে নাগাদ ভারত সরকার চালু করবে-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রণয় কুমার ভার্মা বলেন, এখন যাদের জরুরি চিৎিসার প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে। কারণ, আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি (পর্যটন ভিসা) শুরু করা সম্ভব হবে। তবে এখন জরুরি মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করছেন, তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি।
এসময় ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘আমরা চাই না এ ধরনের ভ্রমণে কেউ কষ্ট পাক। সেজন্য সর্বোচ্চ যতটুকু সম্ভব জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র সচিবের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার বিষয় সংক্রান্ত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রণয় কুমার ভার্মা বলেন, এটি নিয়মিত বৈঠক ছিল। আমাদের সম্পর্ক নিয়ে নিয়মিত বৈঠকের অংশ। আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। আমাদের ইতিবাচক সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া দরকার।
এমআর//