আন্তর্জাতিক

যত দ্রুত সম্ভব লেবানন যুদ্ধের স্থায়ী অবসান চায় যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের যত দ্রুত সম্ভব স্থায়ী সমাপ্তি চায় যুক্তরাষ্ট্র। সোমবার (২১ অক্টেবার) বৈরুতে লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরির সঙ্গে আলোচনার পর এমন কথা জানান মার্কিন দূত আমোস হকস্টাইন। তবে তিনি এই যুদ্ধের ইতি টানার কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। যদিও এই সংকটের স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরির সঙ্গে আলোচনার পর হকস্টাইন ইঙ্গিত দিয়েছেন, এবারের যুদ্ধবিরতির প্রচেষ্টা ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সর্বশেষ যুদ্ধের পর গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব বাস্তবায়নের ওপর ভিত্তি করে হয়েছে।

১৭০১ নামে পরিচিত ওই প্রস্তাবটি বলা হয়েছে, ইসরাইলের সীমান্ত থেকে লিটানি নদী পর্যন্ত (উত্তরে প্রায় ৩০ কিলোমিটার বা ১৮ মাইল) একমাত্র সামরিক বাহিনী হিসেবে লেবাননের সশস্ত্র বাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের উপস্থিতি থাকবে।

হকস্টাইন বলেন, এই যুদ্ধের ইতি টানার ভিত্তি হবে প্রস্তাব-১৭০১। তবে এ সময় এই প্রস্তাব বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইসরায়েলি সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের দূরে সরে যেতে হবে।

তিনি বলেন, প্রস্তাব-১৭০১ যথাযথ ও স্বচ্ছ প্রয়োগ নিশ্চিত করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন, যাতে সবাই জানে যে আমরা কোন পথে আছি।

তিনি আরও বলেন, এই যুদ্ধকে চিরতরে শেষ করতে এবং সমৃদ্ধির নবযুগ সূচনা করতে একটি ফর্মুলা খুঁজে বের করতে লেবানন ও ইসরায়েলের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। 

কেএস// 

এ সম্পর্কিত আরও পড়ুন