১৩৭ রান এগিয়ে থেকে লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকা
৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে দারুণ ব্যাটিং শুরু করে প্রোটিয়ারা।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় মুল্ডার ও ভেরেইনারা মিলে গড়েন ১১৯ রানের জুটি। সেই জুটি ভাঙ্গেন হাসান মাহমুদ। মুল্ডারকে স্লিপে সাদমানের ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন এই টাইগার পেসার। আউট হবার আগে তিনি করেন ৫৪ রান। এর পরের বলেই হাসান ফেরান কেশব মহারাজকে।
ভেরেইনা এখনো অপরাজিত আছেন ৭৭ রানে। তার সাথে ক্রিজে টিকে আছেন ডেন পিট। ৮ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৪৩ রান। বাংলাদেশের থেকে এগিয়ে আছে ১৩৭ রানে।
এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনে ১০৬ রান অলআউট হয়ে যায় বাংলাদেশ।