জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাসনাত আব্দুলাহকে আহ্বায়ক এবং আরিফ সোহেলকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম

এ কমিটিতে, আব্দুল হান্নান মাসউদকে মূখ্য সচিব এবং উমামা ফাতিমাকে মুখপাত্র করা হয়েছে।

সারজিস আলম জানান, দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। পূর্ণাঙ্গ কমিটিতে জেন-জি গুরুত্ব পাবে। রাজনৈতিক দল হিসেবে কখনোই এই কমিটি আবির্ভূত হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়।

এসময়ে হাসনাত আবদুল্লাহ জানান, ফ্যাসিবাদীরা নানা ফর্মে আবার উত্থানের চেষ্টা করছেতাদের বিরুদ্ধে আন্দোলন চলবে।

এর আগে বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, সংবিধান সংশোধনসহ  পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসব দাবি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ। এসব দাবি অবিলম্বে মেনে নেয়া না হলে শিগগিরই রাজপথে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে এ সময় হুঁশিয়ারি দেন তিনি।

 আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন