জাতীয়

বঙ্গভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা, সেনাবাহিনীর ধাওয়া

ছবি: সংগৃহীত

বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে অবস্থান নেয়া বিক্ষোভকারী। এ সময় তাদেরকে সেনাবাহিনী ও পুলিশ  সদস্যদের বাধা দিতে দেখা যায়।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনরত কিছু ছাত্র জনতা হঠাৎ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে দুপুরের পর থেকে বঙ্গভবনের সামনের মোড়ে অবস্থান নিয়ে রাষ্ট্রপতির অপসারণ চেয়ে বিক্ষোভ করেন কয়েকটি সংগঠনের ব্যানারে আসা কিছু বিক্ষুব্ধ জনতা। এর প্রেক্ষিতে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা জোরদার করতে আনা হয় পুলিশ ও সেনাবাহিনীর এপিসি এবং জলকামান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন