আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলন

বৈঠকে বসতে যাচ্ছে মোদি-শি জিনপিং

ছবি: সংগৃহীত

পাঁচ বছর পর অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হতে চলেছেন। বুধবার বৈঠকটি ব্রিকস সম্মেলনের ফাঁকে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে। ভারত ও চীনের সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে

বুধবার (২৩শে অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি'র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল। সেই থেকে, সামরিক ও কূটনৈতিক পর্যায়ে বহু বৈঠকের পরেও ডেপসাং এবং ডেমচক অঞ্চলে উত্তেজনা এখনও পুরোপুরি মেটেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে, ভারত ও চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর টহলদারি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, যা এই বৈঠকের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট

এছাড়াও, এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেয়া।  পাশাপাশি বিশ্ববাণিজ্য সংস্থা, ব্রিকস, এবং আঞ্চলিক সহযোগিতার অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে।

এই বৈঠককে ঘিরে সারা বিশ্বের কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।  পাঁচ বছর পর মোদি-শি বৈঠক অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিতে পারে, বিশেষত ভারত-চীন সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে। 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন