পিএসসিকে চিঠি: ৪৭তম বিসিএসের শূন্যপদ ৩৪৬০ টি
৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি জারির জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে শূন্য পদ উল্লেখ করা হয়েছে ৩ হাজার ৪৬০ টি। পরিসংখ্যান বলছে, গত ১০ টি বিসিএসের মধ্যে আসন্ন বিসিএসে পদসংখ্যা সবচেয়ে বেশি।
বুধবার (২৩ অক্টোবর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এক বার্তায় জানান, বিভিন্ন ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় /বিভাগের চাহিদা অনুযায়ী মোট ৩ হাজার ৪৬০টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে।
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটিই বড় নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।
সর্বশেষ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় চলতি বছরের এপ্রিলে। যেখানে ১০ হাজার ৬৩৮ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল। তবে ৪৬তম বিসিএসের এখনো লিখিত পরীক্ষার বিষয়ে কোনো তারিখ বা সিদ্ধান্ত নেয়া হয়নি।
অল্প কিছুদিন হয়েছে, পিএসসির দুর্নীতি ও বিসিএসে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। কেউ কেউ ৪৬তম বিসিএসের পরীক্ষা নতুন করে নেয়ার ব্যাপারেও আলোচনা তুলেছিল। গত ৮ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা সোহরাব হোসাইনসহ সব সদস্যরা পদত্যাগ করেন। এরপর পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম’কে।
এম এইচ//