খেলাধুলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে ম্যাচে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে আফ্রিকার দেশটি। এতদিন এই রেকর্ড ছিল নেপালের দখলে। মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ৩১৪ রান করেছিল নেপাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে অপরাজিত ১৪৪ রান করেন সিকান্দার রাজা। তার সেঞ্চুরি আসে মাত্র ৩৩ বলে। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিসে পূর্ণ সদস্যের কোনো দলের খেলোয়াড়ের দ্রুততম সময়ে করা সেঞ্চুরি।

ম্যাচটিতে ৫৭ টি বাউন্ডারি, ২৭ টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছে জিম্বাবুয়ে। এই বাউন্ডারি ও ওভার বাউন্ডারি দুটোই কোনো দলের জন্য সর্বোচ্চ। এর আগে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ২৬ টি ছক্কা হাঁকায়।

টি-টোয়েন্টি ইতিহাসে বল হাতে গাম্বিয়ার মুসা জোরবাতেহ রেকর্ড গড়েছেন। তিনি ৪ ওভার বল করে ৯৩ রান দিয়েছেন, যা টি-টোয়েন্টিতে কোনো বোলারের দেয়া সর্বোচ্চ রান।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন