দলীয় শত রান পেরিয়ে জয়ের জন্য ছুটছে জিম্বাবুয়ে

ধীরে ধীরে জয়ের কাছে পৌঁছে যাচ্ছে জিম্বাবুয়ে। মধ্যাহ্ন বিরতির আগে বিনা উইকেটে ১ ওভারে ৪ রান নেয় সফরকারীরা। জিম্বাবুয়ে তাদের টেস্ট ইতিহাসে কখনো ১৬২ রানের বেশি তাড়া না করতে পারলেও সিলেটে বেশ ভালো অবস্থানেই আছে তারা।
জিম্বাবুয়ে ছুটছে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে। আর এই রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৯৫ রান তোলেন বেন কারান ও ব্রায়ান বেনেট। মেহেদী হাসান মিরাজের ডেলিভারিতে ক্যাচ দিয়ে ৪৪ (৭৫) রানে ফিরেছেন কারান।
এরমধ্যে দলীয় শতক পূরণ করে নিয়েছে জিম্বাবুয়ে। একদিকে অপরাজিত আছেন বেনেট, যিনি ব্যক্তিগত অর্ধশতকের খুব কাছে আছেন। আরেক পাশে অপরাজিত আছেন নিক ওয়েলচ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৭ রানে অবস্থান করছে জিম্বাবুয়ে। জয়ের জন্য প্রয়োজন ৬৩ রান।
এমএইচ//