ফুটবল

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

প্রথমার্ধের তিন গোলে বাংলাদেশের ভারত বধ

ছবি: বাফুফে

কাঠমান্ডুতে ভারতের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রতিপক্ষ ভারতকে ৩-১ গোলে উড়িয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ দল দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন, ভারত ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার-আপ। অন্যদিকে এক পয়েন্ট পাওয়া পাকিস্তান বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

আজ প্রথমার্ধে বাংলাদেশের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে ভারতীয় নারী দল। যেখানে প্রথম ৪৫ মিনিটেই তহুরা খাতুন জোড়া গোল করেন, আরেকটি গোল আসে আফইদা খন্দকারের পা থেকে।

বাংলাদেশ একাদশে আজ দুই পরিবর্তন ছিল। স্বপ্না রানী ও কোহাতি কিসকুর জায়গায় এসেছেন মারিয়া মান্দা ও মাসুরা পারভীন।

ম্যাচের ১৮ মিনিটেই ভারতের বিপক্ষে গোল আদায় করে নেয় লাল-সবুজের দল। সাবিনা খাতুনের নেয়া কর্নার থেকে আফইদা বল জালে পাঠিয়ে দেন। এরপর ২৯ মিনিটে দ্বিতীয় গোল আসেন, ঋতুপর্ণার করা ক্রস থেকে তহুরা করেন এই গোলটি।

ম্যাচের ৪২ মিনিটের মাথায় আবারও গোল আসে তহুরার পা থেকে। দারুণ এক শটে ম্যাচের তৃতীয় গোলটি করেন তিনি। এরমধ্যে ভারতীয়দের চেষ্টা ব্যহত করেছেন বাংলাদেশি গোলরক্ষক রুপনা চাকমা।

অবশ্য প্রথমার্ধ শেষ হওয়ার আগেই, ৪৪ মিনিটে ডালিমার ক্রস থেকে হেড করে গোল করেন ভারতীয় অধিনায়ক বালা দেবী।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোনো ধরনের ভুল করেনি। ভারতীয় ফুটবলারদেরকে নিজেদের অর্ধে সুযোগ না দেয়ার কাজটা ভালোভাবে সেরেছে মিডফিল্ড। ডিফেন্স ঠিক রেখে পুরো অর্ধ শেষ করেছে লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন