আন্তর্জাতিক

তুরস্কে ভয়াবহ হামলায় ৪ জন নিহত, আহত ১৪

ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারার নিকটে অবস্থিত দেশটির 'তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ' এর সদর দপ্তরে ভয়াবহ হামলা হয়েছে। এই হামলায় অন্তত ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) দেশটির স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে এই হামলা হয়েছে বলে তুরস্কের গণমাধ্যম জানায়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, তার্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যমে পলিটিকো থেকে পাওয়া তথ্যমতে, জাতীয় মহাকাশ ও প্রতিরক্ষা বিষয়ক এই কোম্পানিতে তুরস্কের পুরোনো এফ-১৬ যুদ্ধবিমানগুলো রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। সামরিক বিমান ও নিজেদের অন্যান্য আকাশযান এখান থেকে বিক্রি করে থাকে তারা।

এই ভয়াবহ হামলাটি আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার দূরের ছোট শহর কাহরামানকাজানে সংগঠিত হয়েছে। শহরের মেয়র সংবাদমাধ্যম বিবিসি’কে প্রথমে জানায়, ৩ জন নিহত ও ৫ জন এই ঘটনায় আহত হয়েছেন। এরপর বিবিসির সর্বশেষ প্রতিবেদনে উঠে আসে, এখন পর্যন্ত ৪ জন নিহত ও ১৪ আহত হয়েছেন। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন