বাংলাদেশ

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেপ্তার করেছেন পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের খুলশী তুলাতুলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।

ফজলুল কাদের চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানায় রয়েছেন।  তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিস্তারিত, ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পক্ষ থেকে জানানো হবে।

উল্গেখ্য, গেলো ১৮ সেপ্টেম্বর প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধা চট্টগ্রাম আদালতে মামলাটি করেন।

হেলালুদ্দীনের পাশাপাশি মামলায় আসামী করা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের।    

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন