বাংলাদেশ

যখন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'দানা'

ছবি: সংগৃহীত

উপকূলের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়টি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৬টার মধ্যে ভারতের উড়িষ্যার পুরী ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে।

এরই মধ্যে ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়েছে দেশের দক্ষিণ অঞ্চলে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় ঘূর্ণিঝড় দানা বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতি প্রবল রয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমে জানিয়েছেন, দানার প্রভাবে উপকূল অঞ্চলে ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। তিনি আরও জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমেই বেড়ে চলেছে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন