বরিশাল

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে মামলা

বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাইদুল ইসলামের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ভুক্তভোগী ছাত্রীর দাদা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার অজুহাতে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ ছাড়া আসামি বিভিন্ন সময় কুপ্রস্তাবসহ মেলামেশা করার জন্য ও ছাত্রীকে প্রস্তাব দেয়।

এক পর্যায়ে ওই ছাত্রী গত ৬ মে প্রধান শিক্ষকের বরাবর একটি আবেদন করে। এর প্রেক্ষিতে ওই বিদ্যালয় একটি  তদন্ত কমিটি গঠন করে। কমিটি ঘটনার সত্যতা পেয়ে ৭ মে স্কুলের এক সভায় ওই শিক্ষককে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্ত করেন। এরপর ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে ৯ মে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।

এর প্রেক্ষিতে গতকাল আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন