খেলাধুলা

মেসির শরীরে থাকবে ক্যামেরা, দেখতে পারবেন দর্শকরা!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার কাপে নতুন এক সংযোজন আসতে যাচ্ছে। ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসির বুকে একটি ক্যামেরা থাকবে, যে ক্যামেরার মাধ্যমে মাঠের সব অবস্থা বোঝা যাবে। পাশাপাশি মেসি মাঠের যে চিত্র দেখবেন, তা দেখতে পারবেন দর্শকরাও।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘টিকটক’ এ মেসির শরীরে থাকা এই ক্যামেরার মাধ্যমে লাইভস্ট্রিম দেখা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেয়া এক পোস্টে মেজর লিগ সকার কর্তৃপক্ষ এই খবরটি নিশ্চিত করেছে। মেসি ভক্তরা এই নতুন সংযোজনকে ‘মেসি ক্যাম’ নাম দিয়েছেন।

মেসি যখন মাঠে খেলবেন, দৌড়াবেন, গোল করবেন বা অ্যাসিস্ট করবেন- তার উদযাপনের এসব মুহূর্ত দেখতে পারবে দর্শকরা। তার ভিশন, স্কিল এসব নিয়ে তো ভক্তদের বেশ কৌতুহল। সেই কৌতুহল কিছুটা হলেও মেটানোর চেষ্টা করা যাবে এই নতুন ব্যবস্থার মাধ্যমে।

মেজর লিগ সকারের এই উদ্যেগ ফুটবলে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম-প্রযুক্তি দুই বিষয়ের সংযুক্তি দেখতে পারবে ফুটবল-নেটিজেনরা।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন