ফুটবল

এমএলএসের বর্ষসেরা লিওনেল মেসি

ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) বর্ষসেরা নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি।  শুক্রবার লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে ‘ল্যান্ডন ডোনোভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়।

লিগটিতে এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলে ইন্টার মায়ামিকে সাপোর্টাস শিল্ড পুরস্কার জিতিয়েছেন আর্জেন্টাইন তারকা।  চোটের কারণেই মেসি অবশ্য পুরো মৌসুমে খেলতে পারেননি।  এমএলএসে ২০২৪ মৌসুমের ৩৪ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ২০টি, অ্যাসিস্ট আরও ১৬টি।   

যদিও চ্যাম্পিয়ন-নির্ধারণের প্লে-অফ পর্বে মায়ামির যাত্রা থেমে গেছে শুরুতেই। তবে এমএলএসের দুই কনফারেন্স মিলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার সুবাদে আগামী বছরের ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি।

ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েছেন মেসি। খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। বিবৃতিতে জানানো হয়েছে, সর্বোচ্চ ৩৮.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি।

 

  

এ সম্পর্কিত আরও পড়ুন