নারী সাফ চ্যাম্পিয়নশিপ
ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলের বড় ব্যধানে হারিয়ে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে লাল সবুজের মেয়েদের।
রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের ৭ম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ঋতুপর্না। ১৫ মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন তহুরা। ডি বক্সের ঠিক সামনে থেকে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তহুরা। ২৫ মিনিটে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন ব্যবধান ৩-০ করেন।
৩৫ মিনিটে নিজের তহুরা ও ৩৭ মিনিটে সাবিনার আবারও একটি করে গোল করলে ব্যবধান হয় ৫-০। ৪২ মিনিটে ডেকি লাজন এক গোল শোধ করলে ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এরপর ৭২ মিনিটে ব্যবধান ৭-১ করেন মাসুরা পারভীন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে বড় জয়ে ফাইনালে পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।