খেলাধুলা

অধিনায়ক ছাড়াই দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ৩ টি ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরমধ্যে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে দলটি। টি-টোয়েন্টি সিরিজের দলটিও প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে সেই দলে এখনো কোনো অধিনায়ক  ঠিক করা হয়নি। 

প্যাট কামিন্স, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজেলউড, ক্যামেরন গ্রিনদের কেউ নেই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে। মার্শ ও হেড থাকবেন পিতৃত্বকালীন ছুটিতে। অন্যদিকে অস্ত্রোপচারের কারণে পুনর্বাসন প্রক্রিয়াতে থাকছেন গ্রিন। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ থাকায় বিশ্রামে থাকবেন কামিন্স ও স্টার্করা।

পাকিস্তানের বিপক্ষে ১৩ সদস্যের টি-টোয়েন্টি দলে এখনো কোনো অধিনায়কের নাম দেয়নি তারা। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পারা অবশ্য আছেন দলে। সেক্ষেত্রে অভিজ্ঞ ম্যাক্সওয়েলকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে। আবার শোনা যাচ্ছে জশ ইংলিস, জাম্পা বা ম্যাথু শর্টের নামও।  

চোট থেকে সেরে ওঠায় দলে ফিরেছেন ৩ পেসার; জাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন ও নাথান এলিস।  

অস্ট্রেলিয়ার টিটোয়েন্টি স্কোয়াড

শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন