৪৩তম বিসিএস নিয়োগপ্রাপ্তদের ১ জানুয়ারি যোগদানের নির্দেশ
৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দেড় মাস পিছিয়ে আগামী বছরের ১ জানুয়ারি যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে আগামী বছর ১ জানুয়ারি নির্ধারণ করা হলো।
গেলো ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৩তম বিসিএসের নিয়োগের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়। এতে ২ হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। প্রিলিমিনারি থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল পর্যন্ত এ বিসিএসে অংশ নিয়েছিল ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রার্থী।
প্রাথমিক পরীক্ষার পর ১৫ হাজার ২২০ জন উত্তীর্ণ হন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। চূড়ান্তভাবে ২৬ ডিসেম্বর ২০২৩ সালে প্রকাশিত ফলাফলে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। তবে ৯৯ জনের ফলাফল স্থগিত করা হয়েছিল।
এখন, সরকারের এ নির্দেশে আগামী বছরের শুরুতে নতুন ক্যাডার কর্মকর্তারা দেশের সেবায় যোগ দেবেন।
জেডএস/