দুই দিনের সফরে ঢাকায় জাতিসংঘের হাইকমিশনার ফলকার টুর্ক
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। ২৯ থেকে ৩০ অক্টোবর টুর্কের এই সফরের উদ্দেশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, গুরুত্বপূর্ণ প্রশাসনিক, সামরিক ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করা।
সোমবার (২৮ অক্টোবর) রাতে ঢাকায় এসে পৌঁছালে টুর্ককে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ শাখার মহাপরিচালক তৌফিক হাসান।
টুর্কের সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, সেনাপ্রধানসহ আরও অনেকের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পাবে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা, নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং আসন্ন নির্বাচনের স্বচ্ছতা।
ঢাকার কূটনৈতিক মহলে টুর্কের এই সফর বেশ গুরুত্ব পাচ্ছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের অগ্রগতি ও তদন্ত বিষয়েও আলোচনা হতে পারে। বাংলাদেশের মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুতে জাতিসংঘের একটি অফিস ঢাকায় স্থাপনের প্রস্তাবটি আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে। তবে এটি বাস্তবায়ন সম্ভব হবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
সফরকালে টুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও আলোচনা করবেন, যাদের অনেকেই সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বাংলাদেশে কর্মরত কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করবেন।
জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয় জানিয়েছে, আগামী মাসের শেষের দিকে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। সফরের মাধ্যমে টুর্ক তদন্ত প্রতিবেদনের অগ্রগতিও মূল্যায়ন করবেন এবং দেশের সাম্প্রতিক ঘটনাবলীর ওপর আলোচনার মাধ্যমে নতুন সুপারিশ তৈরি করবেন।
জেডএস/