‘যেখানে সম্মান নেই, রিয়াল মাদ্রিদ সেখানে যায় না’
প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করবেরিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র এবার ছেলেদের ব্যালন ডি’অর জয়ে জন্য ফেবারিট থাকলেও তার হাতে উঠছে না পুরুষ্কারটি।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে বাংলাদেশ সময় আজ রাত ১টায় ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরু হবে।
রিয়াল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ব্যালন ডি’অরে বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে তারা প্রশ্নবিদ্ধ করেছে।
‘পুরস্কার দেওয়ার যে মানদণ্ড, তার ওপর ভিত্তি করে বিজয়ী হিসেবে যদি ভিনিসিয়ুসকে বেছে না নেওয়া হয়, তাহলে একই মানদণ্ড বিচারে কারবাহলকে বিজয়ী হিসেবে চিহ্নিত করা উচিত। যেহেতু এমন কিছু হয়নি, তাই এটা পরিষ্কার যে ব্যালন ডি’অর-উয়েফা রিয়াল মাদ্রিদকে সম্মান করে না। আর যেখানে সম্মান নেই, রিয়াল মাদ্রিদ সেখানে যায় না।’
’