স্কুলে ভর্তিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য কোটা বাতিল
দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। তবে এবার স্কুলে ভর্তি নীতিমালায় পরিবর্তন এনে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য কোটা বাতিল করা হয়েছে। আগামী ১২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে, আর ডিসেম্বরে হবে ডিজিটাল লটারি।
সোমবার (২৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মাউশি জানিয়েছে, ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্কুলগুলো থেকে শূন্য আসনের তথ্য চাওয়া হয়েছে। স্কুলগুলোকে ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট নিয়মে এ তথ্য জমা দিতে হবে।
এবার ভর্তি নীতিমালায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এতদিন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান না থাকলে নাতি-নাতনিরাও ৫ শতাংশ কোটার অধীনে ভর্তি হতে পারত। নতুন নিয়ম অনুযায়ী, এবার শুধু পুত্র-কন্যারাই এই কোটার অধীনে ভর্তি হতে পারবে। যদি এই আসন পূর্ণ না হয়, তবে মেধাতালিকা থেকে ভর্তি করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই নতুন নিয়ম অনুযায়ী, যদি বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানরা সংরক্ষিত আসনে ভর্তি না হন, তবে সেই আসনগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
লটারি শেষে ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত হবে প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম। অপেক্ষমাণ তালিকার ভর্তির প্রথম ধাপ ২২ থেকে ২৪ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপ ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
জেডএস/