পোষ্য কোটা বাতিলের দাবিতে উত্তাল জাবি
পূর্বের ন্যায় কোটা বহালের দাবিতে আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। অন্যদিকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে রাত ৯টা পর্যন্ত সময় নিয়েছেন উপাচার্য ড. কামরুল আহসান।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন। পরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা.
এর আগে, শিক্ষার্থীদের অনশনের প্রেক্ষিতে পোষ্য কোটা সংস্কারের রূপরেখা দেয় জাবি প্রশাসন। এর প্রতিবাদে পোষ্য ভর্তির শর্ত পূর্বের ন্যায় বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা পাঁচ দিনের কর্মবিরতি ঘোষণা করেন।
এতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুর থেকে নতুন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উত্তেজনা দেখা দিলে কর্মকর্তা কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে থেকে সরে যায়। বর্তমানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উভয় পক্ষের দাবির প্রেক্ষিতে জরুরি সভায় বসেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা বৈষম্য নিয়ে দেশে একটি গণঅভ্যুত্থান হয়ে গেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার মতো একটি অযৌক্তিক কোটা থাকতে পারে না। তবুও গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা সংস্কার করেছে। কিন্তু আজ কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্যের পক্ষে অবস্থা নিয়েছে। তারা পোষ্য কোটার বাতিল চান।
আই/এ