বিপিএল ফাইনালের পরদিনই শুরু জাতীয় দলের ক্যাম্প
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর বেশি দেরি নেই। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সমাপনী সময় ঘনিয়ে এসেছে। বাকি আছে আর মাত্র দুই ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরুর তারিখ জানা গেছে।
আগামী ৮ ফেব্রুয়ারি, অর্থাৎ বিপিএল ফাইনালের পরদিন শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, আজ (মঙ্গলবার) থেকে দুই একজন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করবেন। এছাড়া ৮ তারিখ থেকে মূল অনুশীলন শুরু হবে।
জানা যায়, পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও প্রধান কোচ ফিল সিমন্স পরখ করবেন। এরমধ্যে আজ ইনডোরে অনুশীলন করেছেন জাকের আলী অনিক। সেখানে ব্যক্তিগত অনুশীলন সেরেছেন তিনি।
বিসিবির পরিকল্পনা রয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুশীলন ক্যাম্প চালানোর। এরপর ১৩ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে।
এমএইচ//