আন্তর্জাতিক

বুধবার দিল্লির বিধানসভা নির্বাচন, ত্রিমুখী লড়াইয়ের আভাস

আগামীকাল বুধবার দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), আম আদমি পার্টি (এএপি) ও কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে

৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ভোট একদিনেই হবেভোট শুরু হবে সকাল সাতটায়। ফলাফল প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি। রাজ্যটিতে এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় আছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।    

২০১২ জন্ম নেয়া আম আদমি পার্টি ২০১৩ সালের ভোটে  ২৮টি আসন জেতে এবং কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ে। কিন্তু ৪৯ দিনের মাথায় কেজরিওয়াল পদত্যাগ করেন। এক বছর রাষ্ট্রপতির শাসনের আওতায় থাকার পর ২০১৫ সালের ভোটে ৬৭ আসন জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল। পাঁচ বছর পর ২০২০ সালে আপ জেতে ৬২ আসন, বাকি ৮ আসন বিজেপি।

এবারের নির্বাচনে আম আদমি পার্টিকে হারাতে মরিয়া বিজেপি। অন্যদিকে ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনও জিততে পারেনি। ফলে এবারের নির্বাচনকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে দলটি।

 

 এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন