জাতীয়

৫ আগস্ট অপ্রকাশিত ভিডিওতে যা বলেছিলেন নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন,  ৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই আমরা একটা ভিডিও করে বের হয়েছিলাম, ভিডিওতে আমি বলেছিলাম যে, আজকে যদি কোনো গণহত্যা হয় বা ম্যাসাকার হয়, তাহলে আমাদের সশস্ত্র সংগ্রামের আহ্বান থাকবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই অভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ান স্মরণে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, তিনি ভিডিও করে এটি কয়েকজন সাংবাদিককে দিয়ে এসেছিলেন সেখানে তিনি বলেছিলেন  যদি আজকে আমি না ফিরি, আজ আমাদের বিজয় অর্জন না হয়, তাহলে এটাই আমাদের শেষ বার্তা। আমরা প্রত্যেকেই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম এবং এখনও আছি

তিনি বলেন , ওই সময় সবাই শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলো শহীদ নাসিব ফেসবুকে ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছিলো, বাসায় বলে নেমেছে যে, আজকে তার মৃত্যু হতে পারে। যারা মাঠে ছিলেন এটা তাদের প্রত্যেকের বাস্তবতা ছিল।

অবহেলার কারণে গণঅভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন,  হাসপাতালে ভর্তি অনেকের সঙ্গে কথা হয়েছেআহতদেরকে এখন অনেকে বলছে,তারাআন্দোলনে কেন গিয়েছিলো?গিয়েছিলো বলেই এই অবস্থা।

উপদেষ্টা বলেন,  কোন ধরনের অমানবিক মানুষ এই কথাগুলো বলতে পারেন তা তার জানা নেইতারা আন্দোলনে গিয়েছিলো বলেই আজ তিনি এখানে বসে কথা বলতে পারছেন

নাহিদ ইসলাম বলেন, একটা মর্যাদাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য একটা আকাঙ্ক্ষা সরকারসহ সবার আছে। সেটার জন্য সবার একসঙ্গে কাজ করতে হবে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন