লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলা; আহত ৮ সেনা
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদরদপ্তরে ভয়াবহ রকেট হামলায় আট সদস্য আহত হয়েছেন। শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বা তাদের কোনও সহযোগী দল এই হামলার পেছনে থাকতে পারে বলে, মঙ্গলবার (২৯ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল বলছে, দক্ষিণ লেবাননে তাদের ক্যাম্প নকোরায় রকেট আঘাত হানার পর সদরদপ্তরে আগুন ধরে যায়। তাদের ওয়ার্কশপে ক্ষয়ক্ষতি হয়। আহত ইউনিফিল কন্টিনজেন্টের এসব সদস্য অস্ট্রিয়ার সৈন্য। তারা একটি মেরামত প্লাটুনে কাজ করছিলেন। যদিও তাদের আঘাত গুরুতর নয়, তবুও জরুরি চিকিৎসা প্রয়োজন হয়েছিল।
অস্ট্রিয়ার ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার কড়া নিন্দা জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ক্লাউদিয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্তের দাবি করেছেন। এছাড়া সকল পক্ষকে জাতিসংঘের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, লেবাননের দক্ষিণ সীমান্তে শান্তি রক্ষায় ১৯৭৮ সালে জাতিসংঘের মিশন ইউনিফিল গঠন করা হয়েছিল। বর্তমানে সেখানে বিভিন্ন দেশের দশ হাজারেরও বেশি সেনা কর্মররত আছেন। এসব সেনা ২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহর যুদ্ধের পর থেকে লেবাননের সীমান্ত বরাবর ‘বাফার জোনে’ টহল দিয়ে আসছেন।
জেডএস/