নায়িকা নয়, মানুষ হিসেবেই বাঁচতে চান পরীমনি
বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি বরাবরই স্পষ্টবাদী। নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানালেন, অভিনয়ে নিজের ইচ্ছের বিষয়গুলো প্রকাশ করতে পছন্দ করেন তিনি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) হইচই অরিজিনালের এই সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন অভিনেত্রী পরীমনি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাস। ৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে এই সিরিজ। একজন মায়ের ভূমিকায় পরীমনি অভিনয় করছেন ‘সুপ্তী’ চরিত্রে।
পরীমনি জানান, এই চরিত্রটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি এই চরিত্রে কাজ করতে না পারলে আফসোস থেকে যেত। সুপ্তী চরিত্রটি যেন তাঁর জীবনের একটি অপূর্ণ ইচ্ছা পূর্ণ করল।
সিনেমার বাইরে রঙিলা কিতাবে নতুন এই অভিষেক ভক্তদের নজর কেড়েছে। বিশেষ কারণ হচ্ছে এটি তাকে ভিন্ন এক রূপে উপস্থাপন করবে। ট্রেলার দেখে অনেকেই মনে করছেন, এই চরিত্রে পরীমনির অভিনয়ে নতুন কিছু দেখা যাবে।
এই প্রসঙ্গে, পরীমনি বলেন ‘নায়িকা নয়, মানুষ হিসেবেই থাকতে চাই। যা কিছু করেছি, কোনো কিছু লুকাইনি। আমার প্রেম, বিয়ে, বাচ্চা, ডিভোর্স সবই প্রকাশ করেছি। আমি যেমন, ঠিক তেমনই থেকে যেতে চাই।’
জেডএস/