বিনোদন

এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে পরীমনির মামলা

মানহানী ঘটানোর উদ্দেশ্যে অনলাইনে কুৎসা রটানো হয়েছে এমন অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে, আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

এর আগে গেলো (৩ এপ্রিল) চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার।

সেসময় গৃহকর্মী পিংকি আক্তার গণমাধ্যমকে জানিয়েছিলেন, পরীমনির এক বছর বয়সী শিশুকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে নির্যাতন করা হয়। 

তিনি আরও জানান, তাকে একপ্রকার গৃহবন্দী করে রাখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চান। এসময় পুলিশ আসলে তাকে বাসার নিচে নামিয়ে দেয়া হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

এই সংবাদ প্রকাশ হওয়ার পর শুক্রবার (৪ এপ্রিল) রাতে পরিমনি ফেসবুক লাইভে এসে বলেন , এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। একপাক্ষিকভাবে সংবাদ প্রকাশ করছে এবং তার প্রতি অবিচার করা হয়েছে।

এসময় তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং এবং একপাক্ষিক দৃষ্টিকোণ থেকে সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি তিনি আহ্বান জানান।

এমএ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন