খেলাধুলা

দিনের শেষবেলায় সিলেট টেস্টে নানা মোড়

জিম্বাবুয়ে উদ্বোধনী জুটিতে ৯৫ রান করে। বাংলাদেশের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যমাত্রা সহজ করে ফেলেছিল দলটি। বেন কারান ৪৪ রানে আউট হওয়ার পর নিক ওয়েলচ ও শন উইলিয়ামস বেশিক্ষণ টিকতে পারলেন না। মেহেদী হাসান মিরাজের হাতেই ফিরলেন আরেক ওপেনার ব্রায়ান বেনেট, ৫৪ রানে।  

তখন ৪ উইকেট হারিয়ে ১২৮ রানে অবস্থান করছিল জিম্বাবুয়ে।

উইলিয়ামস ও বেনেটের উইকেট পরপর দুই ওভারে তুলে নেন মিরাজ। জিম্বাবুয়ের পরের উইকেটটি নেন তাইজুল ইসলাম। ক্রেইগ আরভিনকে ফিরিয়ে দেন ১০ রানে। ৪২তম ওভারে আরভিনকে ফেরানোর পরের ওভারে আবারও মিরাজ আঘাত হানলেন। নতুন ব্যাটার ন্যাশা মায়াভো ফিরলেন ১ রান করে, মিরাজ তাকে করেছেন সরাসরি বোল্ড।

ক্রিজে এখন অপরাজিত আছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভিরে। মাধেভিরে অনেকটাই থিতু হয়ে গেছেন। আর মাসাকাদজাও নিজেকে গুছিয়ে নিচ্ছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের ম্যাচ জিততে প্রয়োজন ১৬ রান, বাংলাদেশের দরকার ৪ উইকেট।

এমএইচ// 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন