খেলাধুলা

টি-টোয়েন্টির নেতৃত্ব গ্রহণ প্রসঙ্গে যা বললেন হৃদয়

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নতুন কারও হাতে উঠতে পারে। কারণ নাজমুল হোসেন শান্ত তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চান। সেক্ষেত্রে টি-টোয়েন্টি সংস্করণে দলের নেতৃত্বে তাওহিদ হৃদয়ের নাম বলছেন কেউ কেউ। 

শনিবার (২ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার উদ্দেশ্যে বাংলাদেশ দলের একাংশ সংযুক্ত আরব আমিরাতে রওনা হয়েছে। বাকি খেলোয়াড়দের আগামীকাল যাওয়ার কথা রয়েছে। দেশ ছাড়ার আগে বিসিবির একাডেমি ভবনের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাওহিদ হৃদয়।

নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে আলোচনা উঠলে হৃদয় বলেন, এ বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তাঁরা ভালো জানবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।

সিরিজ খেলতে যাওয়ার আগে অধিনায়কত্ব নেবেন কি না, এসব প্রশ্নের সরাসরি জবাব দিতে চাননি হৃদয়। এই ক্রিকেটার বলেন, আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাইছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।  

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন