জাতীয়

যেই প্রেসিডেন্ট হোক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখবে যুক্তরাষ্ট্র : প্রেস সচিব

কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প, মার্কিন নির্বাচনে যিনিই জয়ী হোন না কেন,বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২ নভেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসিআয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, একজন বিশ্বনেতা হিসেবে অধ্যাপক ইউনূসের সঙ্গে উভয় দলের (যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টি) জ্যেষ্ঠ নেতাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। দুই দলেই প্রধান উপদেষ্টার বন্ধু আছে। সম্পর্ক অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত যোগাযোগের ওপর।

শফিকুল আলম বলেন, কোনো কোনো দেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন পররাষ্ট্রনীতির খুব একটা পরিবর্তন হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব গণতান্ত্রিক দেশে কখনও পড়ে আবার কখনও পড়ে না।

ডোনাল্ড ট্রাম্পের পোস্ট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় এবং লবিস্টরা এই ইস্যুকে প্রভাবিত করে থাকতে পারে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো এবং বাংলাদেশ তাদের সঙ্গে এই সুসম্পর্ক অব্যাহত রাখতে চায়। বাংলাদেশে সংঘটিত নজিরবিহীন গণ-অভ্যুত্থানের সময় সারা বিশ্ব থেকে সমর্থন তারা পেয়েছেনজনগণ জেগে উঠলে কোনো অশুভ শক্তি বাঁচতে পারে না।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন