ইসরাইলে ড্রোন হামলা, আহত ১৯
ইসরাইলের শ্যারন জেলার তিরা শহরে ড্রোন হামলায় ১৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২ নভেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। ইরাকভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী ‘দ্য ইসলামিক রেসিসট্যান্স’ এই হামলার দায় স্বীকার করেছে বলে জানায় সংবাদ সংস্থা রয়টার্স।
দায় স্বীকার করে ‘দ্য ইসলামিক রেসিসট্যান্স’ জানায়, মধ্য ও উত্তর ইসরাইলের গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ড্রোনগুলো নিক্ষেপ করা হয়েছিল।
এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, শনিবার ভোরের দিকে তিরা শহরের আকাশে ৩ টি ড্রোন শনাক্ত করা হয়। ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে দু’টিকে আঘাত হানার আগেই ধ্বংস করা গেছে। বাকি একটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। সেটির আঘাতেই এই ১৯ জন আহত হয়েছেন।
ইসলামিক রেসিসট্যান্স ইরাকে সক্রিয় থাকলেও, এটি ইরানের মদদপুষ্ট একটি গোষ্ঠী। ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহ ও হামাসের ওপর ইসরাইল যে অভিযান চালিয়ে আসছে, তার প্রতিশোধ নিতে এই ড্রোন হামলা।
এম এইচ//