আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্পের নিজ ঘাঁটিতেও জনমত জরিপে এগিয়ে কমলা

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষমুহূর্তে জনমত জরিপে  রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কিছুটা এগিয়ে রয়েছেন।  জরিপে দেখা যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের শক্তিশালী ঘাটিতে কমলা হ্যারিসের জনপ্রিয়তাই বেশি।

রোববার (৩ নভেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস।  যেখানে ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে খুব সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, শনিবার  ডেজ মইনেস রেজিস্ট্রারমিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত এক জরিপের তথ্য অনুযায়ী কমলা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।  ট্রাম্পের শক্ত এই ঘাঁটিতে কমলার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা বেশ বড় ভূমিকা রেখেছেন বলে জরিপে বলা হচ্ছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন