বিনোদন

নাটক বন্ধের পেছনের কারণ জানালেন জামিল আহমেদ

শিল্পকলার মহাপরিচালক অধ্যাপক জামিল আহমেদ ছবি: সংগৃহীত

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় 'দেশ নাটক'-এর 'নিত্যপুরাণ' প্রদর্শনী বিক্ষোভের কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। শনিবার (২ নভেম্বর) রাতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার মুখে পড়েছে শিল্পকলা একাডেমি।

এদিকে সোমবার (০৩ নভেম্বর) সকালে, শিল্পকলার মহাপরিচালক অধ্যাপক জামিল আহমেদ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করেণ। সেখানে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে শিল্পকলা একাডেমিতে হামলার ঘটনা ঘটেছে। সেই ভয়ে এবং দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি জানান, নাটক বন্ধের জন্য তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাটকের টিকেট বিক্রির পর, সন্ধ্যা ৬টার দিকে কিছু লোক বিক্ষোভ শুরু করেন। তারা নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুকে 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দিয়ে বিক্ষোভে অংশ নেন। জামিল আহমেদ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু পরে তারা আবার জড়ো হয়ে নাট্যশালার গেট ভাঙার চেষ্টা করলে, প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

নাটকের নির্দেশক মাসুম রেজা বলেছেন, তারা থিয়েটার করতে চেয়েছিলেন, কিন্তু রাজনীতির কারণে নাটক বন্ধ করতে বাধ্য হন। তিনি বলেন, এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।

জামিল আহমেদ আরও জানান, তিনি একটি খণ্ডযুদ্ধে হেরেছেন, কিন্তু মূল যুদ্ধ এখনো বাকি।

তিনি বলেন, সম্প্রতি এক ফেসবুক পোস্ট নিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে এহসানুল আজিজ বাবু দেশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। জামিল আহমেদ বলেছেন, নাট্যদলটির সদস্যদের রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলা উচিত নয়, বরং নাটক মাধ্যমে সরকারের সমালোচনা করতে হবে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন