কলরেট কমানোর পাশাপাশি মেয়াদহীন ইন্টারনেট চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের
যুব সমাজের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সাধ্যের মধ্যে কলরেট এবং মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (৩ নভেম্বর ) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসে রবি ও গ্রামীণফোনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা নাহিদ বলেন, যুব সমাজের কর্মসংস্থানের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। যেহেতু সরকার জনসমর্থিত, তাই দেশের জন্য উপকারী কাজ করতে তারা আগ্রহী।
আগে টেলি যোগাযোগ খাতের কোন অফিসে গিয়ে কথা বলার মতো পরিবেশ ছিল না জানিয়ে গ্রামীনফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, বর্তমানে পরিবেশ পরিবর্তন হয়েছে। এখন কথা বলা যাচ্ছে এবং ফিডব্যাকও পাওয়া যাচ্ছে। যা টেলিকমিউনিকেশন খাতের জন্য শুভলক্ষণ।
অন্যদিকে, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব শেঠী বলেন, গত ১৫ বছরে টেলিকমিউনিকেশন খাতে কমিশন ভিত্তিক বিভিন্ন লেয়ার তৈরি হয়েছে। এতে মোবাইল অপারেটররা মুনাফা হতে বঞ্চিত হচ্ছে।
জেডএস/