আবদুল্লাহ আল নোমান একজন ত্যাগী রাজনীতিবিদ ছিলেন: উপদেষ্টা নাহিদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা নাহিদ।
তিনি বলেন, আবদুল্লাহ আল নোমান একজন ত্যাগী রাজনীতিবিদ ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ব্যক্তিত্বসম্পন্ন একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, আব্দুল্লাহ আল নোমান মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, তার দাফন-কাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে খাদ্যমন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।
এমএ//