পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু
পঞ্চগড় পৌর শহরের ফুটপাতের দখল মুক্ত করতে ও যানজট কমাতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সড়কের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভবনের বাড়তি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে শহরের চৌরঙ্গী মোড় থেকে টুনিরহাট সড়কের বানিয়াপাড়া পর্যন্ত এই অভিযান চালায় জেলা প্রশাসন।
প্রশাসন বলছে, গেলো কয়েকদিন ধরে নোটিশ ও মাইকিং এর মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। এর মাঝে যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাদের বিরুদ্ধে ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও সড়ক নিরাপদ করতেই এমন উদ্যোগ। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের কর্মকর্তা।
অভিযানে জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী বলেন, পঞ্চগড় শহরকে সুশৃঙ্খল ও যানজট মুক্ত করতে শহরবাসীকে নিয়ে অভিযান পরিচালনা করছি আমরা। অনেক আগেই এই পরিকল্পনা গ্রহণ করা হলেও, আজ তা বাস্তবায়ন হচ্ছে।
জেডএস/