ক্যাম্পাস

তিন দফা দাবিতে আন্দোলনে জবি শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সোচ্চার আন্দোলনে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী মিলে বিক্ষোভ মিছিল শুরু করে। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিলটি গিয়ে তাঁতিবাজার মোড় অবরোধ করে।

শিক্ষার্থীদের ৩ টি দাবি সম্পর্কে জানা যায়; স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ  প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে  সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাস আবাসন, কবে দিবা প্রশাসন?’, ‘প্রয়োজনে রক্ত নাও, তবুও মোদের হল দাও, ‘প্রশাসনিক মূলা চাষ, আর্মি চাইলে সর্বনাশ, ‘আর্মির হাতে দাও কাজ, যদি থাকে হায়া-লাজ- এমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দাবি মেনে নেয়া না হলে, তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন