সাদা বলের সিরিজ খেলতে আসছে আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজ দিয়ে দুই দলের লড়াই শুরু হবে।
রোববার (৩ নভেম্বর) আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সফরকারীর আয়ারল্যান্ড দল আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে। এরপর ২৭ নভেম্বর প্রথম ওয়ানডে, ৩০ নভেম্বর দ্বিতীয় ও ২ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ১০ টায় মিরপুরে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০২৫ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার ক্ষেত্রে নারী ক্রিকেট দলের জন্য ম্যাচ ৩ টি গুরুত্বপূর্ণ।
ওয়ানডে সিরিজ শেষ করে সিলেটের মিশন শুরু করবে দুই দল। সেখানেই ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ ডিসেম্বর প্রথম ম্যাচ, ৭ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ ও ৯ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ দুপুর ২ টায় এবং শেষ ম্যাচটি সকাল ১০ টায় শুরু হবে।
এম এইচ//