ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ২
ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে আব্দুল কুদ্দুস নামে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাড়ালো ২। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহার নাহারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) রাতে জেলা প্রশাসক মো. মুফিদুল আলম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলো এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সেইসঙ্গে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত? তা ওই প্রতিবেদনে জানা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন আহত হয়েছেন। এর মধ্যে আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোফাজ্জল হোসেন জানান, ঘটনার সময় ঢাকা থেকে আনা একটি এলপিজি গ্যাসের ট্যাংক লরি থেকে গ্যাস নামানো হচ্ছিল। পাশাপাশি একটু দূরেই একটি প্রাইভেটকারে তিতাস গ্যাস দেওয়া হচ্ছিল। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে সাতটি গাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেটকার, তিনটি সিএনজিসহ অন্যান্য গাড়ি আছে।
আই/এ