ইসরাইলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৩৩ নাগরিক নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা প্রায় ৪৩ হাজার ৪০০ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা যেখানে লক্ষাধিক।
সোমবার (৪ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের সংখ্যা ৪৩ হাজার ৩৭৪ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে আরও ১৫৬ জন আহত হয়েছেন। তথ্যটি গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এর বরাতে আরও জানা যায়, চলমান এই হামলায় অন্তত এক লাখ ২ হাজার ১৬১ জন মানুষ আহত হয়েছে। এছাড়াও এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে বা অবরুদ্ধ স্থানে আটকা পড়ে আছেন। যাদের কাছে উদ্ধারকর্মীরা এখনো পৌঁছাতে পারছে না।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাস থেকে হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নজিরবিহীন হামলা চলমান রেখেছে ইসরাইল।
এম এইচ//