আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে

ট্রাম্প জয়ী হবেন, ভবিষ্যদ্বাণী করলো জলহস্তী মু দেং!

ডোনাল্ড ট্রাম্পে ও থাইল্যান্ডের ছোট্ট পিগমি জলহস্তী মু দেং ছবি: সংগৃহীত

আমেরিকার নির্বাচনের উত্তেজনার মাঝে নতুন এক চমকপ্রদ তথ্য দিলো থাইল্যান্ডের ছোট্ট পিগমি জলহস্তী মু দেং। ডোনাল্ড ট্রাম্পের জয় হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে এই ছোট্ট জলহস্তীটি!

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের খাও খেও খোলা চিড়িয়াখানায় এই মজার দৃশ্য দেখা যায়। চার মাস বয়সী পিগমি জলহস্তী মু দেং-কে দুটি ফল দেওয়া হয়, যেখানে একটি ছিল ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের জন্য, আর অন্যটি ছিল ট্রাম্পের জন্য। মু দেং বেছে নিলো ট্রাম্পের নাম লেখা ফলটি! এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

মজার ব্যাপার, মু দেং ইতোমধ্যেই একটি ইন্টারনেট সেনসেশন। গেলো সেপ্টেম্বরে মাত্র দুই মাস বয়সে তার ছবি ভাইরাল হয়। এরপর থেকে নানা মিমসে তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

জানা যায়, পশ্চিম আফ্রিকায়, বিশেষ করে লাইবেরিয়ায় পিগমি জলহস্তীদের প্রধান আবাসস্থল। সাধারণ জলহস্তীর তুলনায় এরা আকারে অনেক ছোট। বর্তমানে বন্য অঞ্চলে মাত্র দুই হাজারের মতো পিগমি জলহস্তী টিকে আছে। 

এই ভবিষ্যদ্বাণী সত্যি হবে কিনা, সেটা অবশ্যই জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত। তবে, ছোট্ট মু দেং-এর এই বাছাই নিয়ে মজার আলোচনা চলছে বিশ্বজুড়ে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন