যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় ( বাংলাদেশি সময় বিকেল ৫ টায়) কানেকটিকাট, নিউ জার্সি, নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার, এবং ভার্জিনিয়া সহ মোট আটটি রাজ্যে ভোটকেন্দ্র খুলে দেয়া হয়েছে। একই সঙ্গে ইন্ডিয়ানা ও কেন্টাকির মতো মধ্যাঞ্চলীয় রাজ্যগুলোতেও শুরু হয়েছে ভোটগ্রহণ। দেশটির কিছু অঞ্চলে সকাল ৭টায় এবং মেইন রাজ্যের কিছু শহরে স্থানীয় সময় ১০টায় ( বাংলাদেশি সময় রাত ৯ টায়) ভোটগ্রহণ শুরু হবে।
এর আগে, নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচে মধ্যরাতে ছয়জন নিবন্ধিত ভোটার তাদের ভোট দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু করেন। গণনার পর দেখা যায়, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমানসংখ্যক ভোট পেয়েছেন, যা এই প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা ফুটিয়ে তুলছে।
একই সাথে উত্তরপূর্বাঞ্চলীয় ভারমন্টে ভোর ৫টা ( বাংলাদেশি সময় বিকেল ৪ টায়) থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যেখানে গ্রিন মাউন্টেন এলাকার ভোটাররাও অংশ নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নির্বাচনের ফলাফল জানতে সারা বিশ্বের নজর এখন ভোট কেন্দ্রগুলোর দিকে। আজকের দিনটি কীভাবে শেষ হয়, সেটাই দেখার বিষয়। মার্কিন জনগণের এই সিদ্ধান্তে তৈরি হবে এক নতুন ইতিহাস!
জেডএস/