আন্তর্জাতিক

শেখ হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেওয়া হলো : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ায় প্রশ্নের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশের সাবেক এ প্রধানমন্ত্রীকে আশ্রয় দেয়ায় মোদী সরকারের কড়া সমালোচনাও করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

 

রবিবার (৩ নভেম্বর) গাড়োয়া বিধানসভা আসনের রাঙ্কায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এসব কথা বলেন বলে এ প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টু ডে।

হেমন্ত সোরেন বলেন, আমি জানতে চাই, বাংলাদেশের সঙ্গে বিজেপির কোনো ধরনের অভ্যন্তরীণ বোঝাপড়া আছে কি না ? শেখ হাসিনার হেলিকপ্টার এখানে প্রবেশ করতে দেওয়া হল কেন? আপনি কি তাকে আশ্রয় দিয়েছেন?

দুদিন আগেই ঝাড়খণ্ডের নির্বাচনি গিয়ে রাঁচির একটি সভা থেকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, ঝাড়খণ্ডের সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায় ক্রমশ লুপ্তহয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের থেকে জমি কেড়ে নেবে এবং তাদের দেশ থেকে বিতারিত করার জন্য কঠোর আইন আনবে।

 

এর উত্তরে রোববার অমিত শাহ ও নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, ঝাড়খণ্ডে উৎপন্ন হওয়া বিদ্যুৎ কেন সরবরাহ করা হচ্ছে বাংলাদেশকে? রাজ্যের মানুষ এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর কারণে সৃষ্ট দূষণ মোকাবিলা করছে বলেও দাবি করেন এ মুখ্যমন্ত্রী।

এসময়ে তিনি আরও বলেন, সীমান্ত পাহারা দেয়া এবং অনুপ্রবেশ আটকানো কেন্দ্রের দায়িত্ব। এ ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো হাত নেই।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন