আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) ফক্স নিউজের এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৭৭ টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। তবে এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এটি আমেরিকান রাজনীতির এক ঐতিহাসিক ঘটনা। ট্রাম্প জিতেছেন পেনসিলভানিয়া, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলো, যা তাকে ২৭০ ইলেকটোরাল ভোটের প্রয়োজনীয় সংখ্যার ওপরে পৌঁছে দেয়।

ফক্স নিউজের ফাইনাল ঘোষণার মাধ্যমে উইসকনসিনে তার বিজয় নিশ্চিত হয়। এটি সেই রাজ্য যেখানে তিনি ২০২০ সালে অল্প ব্যবধানে হেরে গিয়েছিলেন। এই সাফল্য অর্জন করে তিনি ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি যিনি দুইবার প্রেসিডেন্ট হচ্ছেন, কিন্তু অবিরত নয়।

ট্রাম্পের জন্য জর্জিয়া রাজ্য বিজয় ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ২০২০ সালে এই রাজ্যে তার সংকীর্ণ পরাজয়ের পর এটি ছিল এক মধুর প্রতিশোধ। এছাড়া, পেনসিলভানিয়া ছিল ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রচারণার জন্য এক বড় লক্ষ্য, যেখানে তার দলের নির্বাচনী পরিকল্পনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

কমলা হ্যারিস মাত্র ১০০ দিন আগে নির্বাচনে অংশ নেন এবং তার সাথে কঠিন প্রতিযোগিতার মধ্যে ট্রাম্প এই বিজয় অর্জন করেন। ট্রাম্প ২০২২ সালের নভেম্বর মাসে তার নির্বাচনী প্রচারণা ঘোষণা করেছিলেন, এবারের নির্বাচনে বাইডেন-হ্যারিস প্রশাসনের ব্যর্থতাগুলোকে প্রধান বিষয়বস্তু করেন। বিশেষত, অর্থনৈতিক মন্দা, সীমান্ত সমস্যাসহ বিভিন্ন নীতির ক্ষেত্রে উলটপালটের কারণে তার প্রশাসনের প্রথম মেয়াদের সাফল্য তুলে ধরেন।

প্রথম দিকে, ট্রাম্প বাইডেনের বিপরীতে নির্বাচন করছিলেন, কিন্তু জুলাই মাসে এক বিতর্কের পর, ডেমোক্রেটিক দলের ভেতরকার চাপে বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহার করেন। এরপর, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্র্যাটদের প্রার্থী হন, কিন্তু ট্রাম্প তার নির্বাচনী অভিজ্ঞতা এবং শক্তিশালী প্রচারণার মাধ্যমে সহজেই প্রতিদ্বন্দ্বিতাকে কাটিয়ে উঠতে সক্ষম হন।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন